লালমনিরহাটে ২ দিন ব্যাপী শিশু মেলা’র উদ্বোধন

লাল দর্পণ ।। ১৯ সেপ্টেম্বর বুধবার সকালে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে কালেক্টরেট মাঠে ২ দিন ব্যাপী শিশু মেলা’র উদ্বোধন হয়েছে।

শিশু মেলা উপলক্ষে কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হাসান ইকবাল চৌধুরী, সিভিল সার্জন ডা. কাশেম আলী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীরপ্রতীক, সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান।

আলোচনায় প্রাথমিক শিক্ষা, শিশু ও নারী অধিকার, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার সমতা, মাদকদ্রব্য ও জঙ্গীবাদ প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃদুগ্ধ সপ্তাহ, টিকাদান, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, পরিবেশ সুরক্ষা সহ দুর্যোগকালীন নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।

এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারী কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক বৃন্দ সহ সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম