লালমনিরহাটে হজ্জ গমনেচ্ছুদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।। ২৭ জুন বুধবার লালমনিরহাট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০১৮ সালে সরকারি ও বেসরকারী ভাবে হজ্জ গমনেচ্ছুদের নিয়ে দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: কাশেম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব প্রমুখ।
প্রশিক্ষণ পরিচালনা করেন সরকারী হজ্জ গাইড বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, খতিব আব্দুর রহমান, ডা: দেলোয়ার হোসেন ও উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার ট্রেইনার মারুফ হাসান। এতে ২শতাধিক হজ্জ গমনেচ্ছু পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম