
লাল দর্পণ।। মহান মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাটে সংঘটিত গণহত্যার উপর রচিত নাটক ‘লালমনি ৭১’ সাফল্যজনকভাবে মঞ্চস্থ হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় জেলা শহরের বাবু পাড়াস্থ এম.টি. হোসেন ইনস্টিটিউট প্রাঙ্গনে এ নাটক মঞ্চস্থ হয়।
এ উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লালমনিরহাট জেলা ইউনিট কমান্ড মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাটে সংঘটিত গণহত্যার ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে নাটকটি রচনা করেন শ্রাবনী প্রামানিক এবং পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন স¤্রাট প্রামানিক। নাটকটি মঞ্চায়ন করেন গণহত্যার পরিবেশ থিয়েটার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি।
‘লালমনি ৭১’ নাটকটি মঞ্চায়নে শতাধিক কলা-কুশলি অংশগ্রহণ করেন। মন্ত্রমুগ্ধের ন্যায় নাটকটি অবলোকন করেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সহ¯্রাধিক জনতা।
নাটক শেষে কলা-কুশলিদের পাশাপাশি নাটক দেখতে আসা লোকজনও প্রজ্বলিত মোমবাতি হাতে দাড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।