
লাল দর্পণ।। লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি ও ঐক্যমতের ভিত্তিতে ২০২৫-২০২৬ খ্রি. মেয়াদের এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সভাপতি দীপক মন্ডল (রতনাই থিয়েটার), সহ-সভাপতি সরমিন বীথি (লালঃ সাহিত্য-সাংস্কৃতিক সংসদ), সাধারণ সম্পাদক সূফী মোহাম্মদ (লালঃ সাংস্কৃতিক কেন্দ্র), সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন (সারপুকুর যুবফোরাম পাঠাগার), সাংগঠনিক সম্পাদক রাজুপ ভূঁইয়া (নীলাঞ্জন), কোষাধ্যক্ষ মুহিন রায় (আড্ডাবাজ), প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এন.এইচ. আশিক (যাযাবর), দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম (উদীচী), গবেষণা ও প্রকাশনা সম্পাদক আশরাফুজ্জামান মন্ডল সবুজ (লালমনিরহাট জেলা জাদুঘর), অনুষ্ঠান বিষয়ক সম্পাদক শাহনূর ইসলাম (চতুরঙ্গ), অনুষ্ঠান বিষয়ক সহ-সম্পাদক শিব সুন্দর (ঝঙ্কার সাংস্কৃতিক সংগঠন), কার্যকরী সদস্য শাহীন ভূঁইয়া (সায়াহ্ন কবিতা সংসদ), মুনিম হোসেন খন্দকার (ছাড়পত্র), সাজেদ ফাতেমী ব্যাটেল (স্টারলিড), এস. দিলীপ রায় (লালঃ ঐতিহ্য সংরক্ষণ পরিষদ), এম. ছাইদুল হক (পড়শী সাংস্কৃতিক অঙ্গন), আব্দুল জলিল (গ্রাম-বাংলা বাউল শিল্পী গোষ্ঠী), শাহজাহান আলী (ভাটিবাড়ী লোকনাট্য দল), কাজলী বেগম (কাজলী পুতুল নাচ), রফিকুল ইসলাম রফিক (রেলওয়ে সঙ্গীতা শিল্পী গোষ্ঠী) ও জিকরুল ইসলাম ফাতেমী নিকেল (স্পন্দন শিল্পী গোষ্ঠী)।