লালমনিরহাটে শিশুদের নির্বাচনী প্রচারণায় ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল রানা, স্টাফ রিপোর্টার।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি আসনে ১৬ জন প্রার্থী তাদের প্রচারণায় শিশুদের ব্যবহার করছে। এর প্রতিবাদে ২৩ ডিসেম্বর রবিবার সকালে সামাজিক সংগঠন পথ এর আয়োজনে লালমনিরহাট বার্তা কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সামাজিক সংগঠন পথ এর মুখপাত্র তাহ্ হিয়াতুল হাবিব মৃদুল। তিনি বলেন, মূলত: দরিদ্র এবং ছিন্নমূল শিশুদের টাকার এবং খাবার এর প্রলোভন দেখিয়ে ভোটের প্রচারে ব্যবহার করা হয়। সাধারনত: এসব কাজের জন্য শিশুদেরকে দৈনিক মাত্র ২০-২৫ টাকা এবং খাবার দেওয়া হয়। পূর্ণ বয়স্কদের তুলনায় শিশুদের সস্তায় পাওয়া যায় বলে শিশুদের বেশি ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকান্ডে শিশুদের ব্যবহার করা হলে তাদের সুরক্ষা ঝুঁকির মুখে পড়বে। এতে শিশুরা হারাবে তাদের দূরন্ত শৈশব। পরবর্তী সময়ে তারা মাদক এবং সন্ত্রাসের দিকে ধাবিত হতে পারে। ভোটের সময় সহিংসতা হলে শিশুরাই প্রধান ভিকটিম হবে। যানবাহনে শিশুদের ব্যবহার হলে তারা নানান ধরণের দূর্ঘটনার শিকার হতে পারে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লালমনিরহাট বার্তা’র সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, জিটিভি’র জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন প্রমুখ।

এসময় সামাজিক সংগঠন পথ এর সদস্যরা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম