লালমনিরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন

লাল দর্পণ ।। ২ আগস্ট বৃহস্পতিবার লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ঢাকায় সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদ, নিরাপদ সড়ক চাই ও নৌ পরিবহন মন্ত্রী’র পদত্যাগের দাবিতে তারা এ মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, জ্যাকলিন সাম্স কাব্য, ইশরাত জাহান হাসি সহ অনেকে। এ সময় তারা অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।
একই দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধা এস এস সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল হাতীবান্ধা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে মানববন্ধনে মিলিত হয়।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম