
সোহাগী খাতুন।। সিডনী প্রবাসী বাংলাদেশী চিকিৎসক সংগঠন ‘লিটিল কেয়ার অস্ট্রেলিয়া’ আর্তমানবতার সেবায় লালমনিরহাটে খাদ্য সহায়তা প্রদান করেছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলার সদর উপজেলাধীন মোগলহাট ইউনিয়নের স্কাউটের চরে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, ১০০ গ্রাম করে হলুদ ও গুঁড়া মরিচের প্যাকেট, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, বড় লাক্স সাবান ১ টি, প্যারাসিটামল ট্যাবলেট ২ পাতা, কাপড়ের মাস্ক ১ টি ও মুড়ি প্যাকেট ৫০০গ্রাম। বিতরণের শুরুতে দাতাদের জন্য দোয়া পরিচালনা করেন রোভার মো: হাবিবুর রহমান।
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার সরওয়ার মোহাম্মদ শাহরিয়ারের দিকনির্দেশনায় খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম তদারকি করেন জেলা রোভার সম্পাদক মো: আরমান রহমান ও জেলা রোভার সহকারী কমিশনার আব্দুল লতিফ।
বিতরন কাজে লিডার ট্রেনার মুক্তা লাল রায়, সদর উপজেলা কাব লিডার মুকুল চন্দ্র রায়, সদর উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত কুমার বর্মন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিগত ১ যুগ ধরে ক্রিস্টাল ওপেন স্কাউটস মতিঝিল ঢাকা স্কাউটের চরে এমডিজি ও এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।