
লাল দর্পণ।। সারা দেশের ন্যায় লালমনিরহাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ জনগণ।
দিবসটি উদযাপন উপলক্ষে মহান একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র জ্ঞাপন করেন জেলা প্রশাসক এ এইচ এম রাকিব হায়দার ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী, কোর্ট পুলিশ পরিদর্শক, মোঃ আমিরুল ইসলাম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা ( ডিবি) সাদ আহমেদ, টি আই (প্রশাসন) ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সাধারণ জনগণের পদচারণায় মুখরিত হয়ে উঠে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর।
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসন দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এ এইচ এম রাকিব হায়দার।
লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এতে সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু ও সহকারী সেক্রেটারি হাফেজ শাহআলম প্রমূখ।
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম দিবসটি উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে। এ সংগঠনটি বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলো পৃথক পৃথক কমসূচী পালন করেছে।