
লাল দর্পণ।। লালমনিরহাটে নগদ টাকা, ছাগল ও মোবাইল ছিনতাই, মারপিট ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে মামলা দায়েরের পরেও এখনো গ্রেফতার হয়নি এরশাদ মিয়া গং।
ঘটনার বিবরণে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কিসামত হারাটী গ্রামের আফজাল হোসেনের ছেলে সাজু মিয়া গত ৩০ জানুয়ারী ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরে নবাবেরহাটে পোষা ছাগল বিক্রি করতে গেলে লালমনিরহাট পৌরসভার ৪ নং খোচাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে এরশাদ মিয়া গং সাজু মিয়া কে কৌশলে আটক করেন। তাকে হাটের আড়ালে ডেকে নিয়ে বেধুম মারপিট করে নগদ টাকা, পোষা ছাগল ও মোবাইল ছিনতাই করে নিয়ে তার ব্যবহার করা মোটরসাইকেল টি ভাংচুর করলে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে এরশাদ মিয়া গং পালিয়ে যান। পরে আহত সাজু মিয়াকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় । এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার নং- ৩, তারিখ- ০২/০২/২০২৫ ইং।
মামলা দায়ের হলেও এখনো আসামীরা গ্রেফতার হননি। এদিকে মামলা তুলে নেয়ার জন্য আসামীপক্ষ হুমকি অব্যহত রেখেছেন বলে বাদীপক্ষ অভিযোগ তুলেছেন। আসামী এরশাদ গং কে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন ভূক্তভোগী সাজু মিয়া।