
স্টাফ রিপোর্টার।। লালমনিরহাটে মাদক সেবনের দায়ে ৮ জন মাদকসেবীকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায় এ দন্ডাদেশ প্রদান করেন। ৩০ মে বুধবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচওড়া তালপট্টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে আটক করে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, রংপুরের কোতোয়ালী ছোট নুরপুর এলাকার আব্দুল হামিদের পুত্র রেজানুল হামিদ (২১), একই এলাকার আব্দুল কাদেরের পুত্র শাকিল আহম্মেদ (২৬) ও ওয়াহেদুল ইসলামের পুত্র সেলিম মিয়া (২৫), নুরপুর এলাকার আজিজুল হোসেনের পুত্র রাজীব হোসেন (১৯), দহিগঞ্জ কুটিরপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র মাইদুল ইসলাম লিটন (২৬), নুপুর বৈরাগি পাড়া এলাকার বাবুর পুত্র রুহুল আমিন জিম (১৮), শাপলা চত্ত¡র এলাকার আতিয়ার রহমানের পুত্র শাহাজাদা (২০) এবং লালমনিরহাট সদর উপজেলার তিস্তা চওড়াটারী এলাকার সায়েদ আলীর পুত্র টুটুল (২১)।
জানা যায়, বুধবার দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার উপ-পরির্দশক এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচওড়া তালপট্টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভিযান চালান। এ সময় গাঁজা সেবন অবস্থায় ৮ মাদক সেবীকে আটক করা হয়। পরে বিকেলে তাদের উপজেলা নির্বাহী অফিসার (ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট) জয়শ্রী রানী রায় সম্মুখে হাজির করা হয়। মাদকসেবীরা তাদের দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবীরা তাদের দোষ স্বীকার করায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।