
মোঃ আঃ রাজ্জাক।। লালমনিরহাট আদিতমারী বারোঘড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এর গুলিতে সুবল চন্দ্র (৩১) নামের এক গরু ডাঙ্গোয়াল নিহত হয়েছেন। বারোঘড়িয়া সীমান্তের ২২০নম্বর মেইন পিলারের পাশের এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত সুবল চন্দ্র আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের ফেলুক রাম বর্মনের ছেলে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায় সে বারোঘড়ীয়া ২২০নম্বর মেইন ও ৮নং সাব পিলার এলাকা হয়ে সুবল চন্দ্র সহো এলাকার আরো কয়েকজন যুবক গরু আনতে জান তারা বুধবার সকালে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার ১৪০ ব্যাটালিয়ন বিএসএফের বাবুর ক্যাম্পের টহলরত সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছুঁড়লে ঘটনা স্থলেই সুবল চন্দ্র নিহত হন। লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম বলেন সীমান্তের ৩০০গজ ভারতের অভ্যন্তরে একটি মরা দেহ পরে রয়েছে বলে জেনেছি তবে তার পরিচয় নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি তবে পতাকা বৈঠকের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে আহ্বান জানানো হয়েছে পতাকা বৈঠক হলে নিশ্চিত হওয়া যাবে তবে এলাকা বাসী ও পরিবার সূত্রে জানাযায় নিহত সুবল চন্দ্র রাতে গরু পাড়াপাড় করতে এলাকার অন্য রাখালদের সাথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে গিয়েছিলো কিন্তু এখন সে নিখোঁজ রয়েছেন।