
লাল দর্পণ।। লালমনিরহাটে মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের নবীণ বরণ উৎসব- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী এবং বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো: সফিকুর রহমান।
নবীণ বরণ অনুষ্ঠানে ২০১৮-১৯ সেশনে উচ্চমাধ্যমিকে ভর্তিকৃত ৪৬০ জন ছাত্রী সহ কলেজের অন্যান্য ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীণদের উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষ ও অতিথিদের বক্তব্য শেষে কলেজ ছাত্রীদের আয়োজনে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।