
স্টাফ রিপোর্টার ।। ‘জনস্বার্থ রক্ষায় সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করাই মোবাইল কোর্টের প্রধান উদ্দেশ্য’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ মে মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকায় বিভিন্ন খাবারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এর নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা।
এ মোবাইল কোর্টের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খাবার সঠিক ভাবে ঢেকে রাখা এবং হাতে গেøাভস ব্যবহার করে ইফতার সামগ্রী বিক্রি সহ খাবারের দোকান গুলোতে দেয়া নির্দেশনা সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। খাবারে আয়োডিন বিহীন লবণ ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অপরিচ্ছন্নতাজনিত কারণে দু’টি খাবারের দোকানে জরিমানাপূর্বক তাদের সতর্ক করা হয়।