
লাল দর্পণ।। লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হত্যাকান্ড মামলার কোন অগ্রগতি না হওয়ায় হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার। ১৫ আগস্ট বুধবার দুপুরে সদর উপজেলাধীন তিস্তা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর বাড়িতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
২০১৭ সালের ১৫ আগস্ট রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা বাজার শাখায় রাত্রিকালীন দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর পরিবারের দাবী, হত্যাকান্ডের এক বছর হলেও এখনো পর্যন্ত মামলার কোন অগ্রগতি হয়নি এবং সন্দেহভাজন আসামীরা ধরা ছোঁয়ার বাহিরেই রয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বড় ছেলে মাসুম মিয়া সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।