
লাল দর্পণ।। লালমনিরহাটে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘‘বাঁধন’’ এর ২৪ বছর পূর্তি উদযাপিত হয়েছে। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আতœার বাঁধন, সর্বাত্মক হোক স্বেচ্ছায় রক্তদান -এ শ্লোগানকে সামনে রেখে ‘‘বাঁধন’’ এর ২৪ বছর পূর্তি উদযাপন করা হয়।
এ উপলক্ষে ‘‘বাঁধন’’ এর লালমনিরহাট সরকারী কলেজ ইউনিট কর্তৃক ২৪ অক্টোর রবিবার লালমনিরহাট সরকারী কলেজে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ ও বাঁধন রংপুর জোনের প্রধান উপদেষ্টা ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সরকারী কলেজের সহযোগি অধ্যাপক নুর নাহার বেগম, সহকারী অধ্যাপক ও বাঁধনের উপদেষ্টা সাহাদাত হোসেন এবং প্রভাষক ও বাঁধনের উপদেষ্টা তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধনের সভাপতি স্বপনুজ্জামান মোনা।