
লাল দর্পণ।। লালমনিরহাটে ফেনসিডিল সহ জেলা ড্রাগ সুপার মেহিদী হাসান পল্লব ও তার অফিস সহকারী আতাউর রহমান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জুলাই শুক্রবার দুপুরে সদর উপজেলাধীন দুরাকুটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পল্লব রাজশাহী জেলার রাজাপাড়া প্যারা মেডিকেল রোড এলাকার আফজাল হোসেনের পুত্র। তিনি লালমনিরহাট জেলা ড্রাগ সুপার (জেলা ঔষধ তত্ত¡াবধায়ক) পদে কর্মরত। অপরজন তার অফিস সহকারী সাজু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন মমিনগঞ্জের আব্দুল খালেকের পুত্র।
লালমনিরহাট সদর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে থানাপুলিশ পল্লব ও সাজুকে একটি মোটরসাইকেল সহ আটক করে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করলে তাদের কাছে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়।