লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফেনসিডিল সহ গ্রেফতার-৪

লাল দর্পণ ।। ২৫ আগস্ট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। উপজেলার বালাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বালাপাড়া এলাকার বজর উদ্দীন (৬০), জরিফুল (৩২), একই এলাকার আরিফুলের স্ত্রী রুমি খাতুন (২৭), এবং জরিফুলের স্ত্রী চায়না বেগম (২৮)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এর নেতৃত্বে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাপাড়া এলাকায় এসআই বাদল কুমার মন্ডল সহ কমিউনিটি পুলিশ এ অভিযান চালায়। এ সময় বজর উদ্দীনের বাড়ি তল্লাশী করে ১৫০ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম