
লাল দর্পণ ।। ১৬ আগস্ট বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ্যাড. সফুরা বেগম রুমি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দীন প্রমুখ।
আলোচনা শেষে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। এ সময় পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ৭৪ জন ছাত্র-ছাত্রীকে এক হাজার টাকা হারে মোট ৭৪ হাজার টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।