
স্টাফ রিপোর্টার : ২৪ মে বৃহস্পতিবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাণি সম্পদ উন্নয়ন ভিত্তিক দুগ্ধ বিপ্লব ও মাংস উৎপাদন প্রকল্পের সম্ভব্যতা সমীক্ষার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম মনিরুল হক ও প্রাণি সম্পদ বিভাগের পরিচালক (সম্প্রসারণ) ড. হিরেশ চন্দ্র ভৌমিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এনভারনমেন্ট এন্ড জিয়োগ্রাফি ইনফরমেশন সার্ভিস এর নির্বাহি পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াজি উল্লাহ।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নাসির উদ্দীন। কর্মশালায় প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধর্তন কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তা, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার দুগ্ধ ও মৎস উৎপাদনকারী খামারী সহ সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।