লালমনিরহাটে পাচারকারী চক্রের কবল থেকে রক্ষা পেল নীরব

মোঃ আব্দুর রাজ্জাক।। পাচারকারী চক্রের গাড়ীর জানালা ভেঙ্গে পালিয়ে রক্ষা পেল মোঃ নীরব (১১)। ২২ মার্চ সোমবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ ঘটনা ঘটে। নীরব কালীগঞ্জ উপজেলার ৭ নং চলবলা ইউনিয়নের শিয়াল খাওয়া পারঘাট এলাকার মোঃ মুর্শিদ রানার ছেলে।

জানা যায়, পলাশী হামিদুন্নেছা আলিমুল মাদ্রাসার ছাত্র নীরবকে আসরের নামাজের পর মাদ্রাসা গেটের কাছ থেকে ৪জন অপরিচিত ব্যক্তি মুখে রুমাল চেপে ধরে একটি কালো রং এর হাইএস গাড়ীতে তুলে। গাড়ীটি সন্ধ্যার দিকে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে থামিয়ে পাচারকারীরা কিছুক্ষণের জন্য পাশে কোথাও যায়। এ সুযোগে নীরব গাড়ীর জানালার কাঁচ ভেঙ্গে দৌড়ে পাশের এক দোকানে গিয়ে ঘটনা খুলে বলতে থাকে। অবস্থা বেগতিক দেখে পাচারকারীরা দ্রæত গাড়ী নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা লালমনিরহাট সদর থানায় খবর দিলে পুলিশ এসে নীবরকে থানায় নিয়ে যায় এবং তার বাবাকে খবর দিয়ে তাকে তার বাবার হাতে তুলে দেয়।

নীরবের ভাষ্যমতে, ৪ জন পাচারকারী তার মতো আরও ১৫জনকে গাড়ীতে নিয়ে যাচ্ছে। এ ১৫ জনের মধ্যে ২জন মেয়ে রয়েছে। এখন পর্যন্ত পাচারকারীরা ধরা পরেনি। পুলিশ তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে লালমনিরহাট সদর থানা সুত্রে জানানো হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম