লালমনিরহাটে ধর্ষণ মামলার আসামি গুলিবিদ্ধ ও গ্রেফতার

লাল দর্পণ।। লালমনিরহাট সদর উপজেলায় ধর্ষণ মামলার এক আসামী গুলিবিদ্ধ ও গ্রেফতার হয়েছে। ১৯ জুলাই বৃহস্পতিবার রাতে কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
একাধিক সুত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি এলাকার গফুর আলীর ছেলে আলমগীর ১৮ জুলাই বুধবার বিকেলে প্রতিবেশী এক শিশুকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং শিশুটিকে ধর্ষণ করে। সেসময় বাড়ীতে কেউ ছিলেন না। শিশুটির চিৎকারে আলমগীর পালিয়ে গেলে শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ১৯জুলাই বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা আলমগীর হোসেনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই আলমগীর হোসেন ও শেখ আব্দুল কুদ্দুস তাকে গ্রেফতার করতে কুলাঘাট ওয়াবদা বাঁধ এলাকায় যান। গ্রেফতার এড়াতে আলমগীর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এতে আলমগীরের দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে সে পড়ে গেলে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সদস্য দু’জনও এসময় আহত হন। পুলিশ সদস্যদের লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আলমগীরকে ভর্তি করে পায়ে অস্ত্রপচার করা হয়েছে। চিকিৎসা শেষে আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে থানা সুত্রে জানানো হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম