
লাল দর্পণ।। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম ও নৃশংসভাবে হত্যার শিকার হন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।
জাতীয় এ চার নেতার স্মরণে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় জুম আলোচনা অনুষ্ঠিত হয়।
জুম আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। জেল হত্যা দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ। আলোচনায় অংশগ্রহণ করেন লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা জাহান, কবি ও সমাজ সেবী ফেরদৌসী বেগম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুল ইসলাম।
বক্তাগণ জেল হত্যা দিবসের ঘটনাবলীর তাৎপর্য স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।