লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লাল দর্পণ।। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি।

১০ আগস্ট বুধবার বেলা ১২টার জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পার্টির কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, গোকুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রবিউল ইসলাম বসুনিয়া টোটন, জেলা ছাত্র সমাজের সভাপতি জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,  সরকার রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ জনগনের ক্ষতির মুখে ফেলেছে। প্রায় প্রতিদিন সকল পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে।

এ সময় জেলা জাতীয় পার্টি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম