লালমনিরহাটে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

লাল দর্পণ।। “রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর মঙ্গলবার রাতে লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সুজন- সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন সুজন এর লালমনিরহাট জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রবিউল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সুজন এর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দে। এ সময় উপস্থিত ছিলেন মসলা গবেষণা কেন্দ্রের ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোস্তাক আহম্মেদ, পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক এমরান হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, সুজন জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. চিত্ত রঞ্জণ রায়, অধ্যক্ষ এন্তাজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জেলা সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম, অধ্যক্ষ সুদান চন্দ্র রায়, সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, যুগ্ম সম্পাদক রিয়াজুল হক সরকার, নাট্যকার মাখন লাল দাস, সাংবাদিক এসএম আবু হাসনাত রানা, ডা. নাজিরা পারভীন, পৌর কাউন্সিলর বিউটি রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন স্বপন, তৌহিদুল ইসলাম লিটন, মাসুম, মেহেদী হাসান জুয়েল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামাল হোসেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম