
লাল দর্পণ ।। ২২ অক্টোবর সোমবার সকালে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার লালমনিরহাট সদর উপজেলার সাকোয়া খাল, রতœাই, বুড়িতিস্তা এবং আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদী পরিদর্শন করেছেন।
নদী পরিদর্শন শেষে বেলা ১১ টায় তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিটির সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, কমিশনের অবৈতনিক সদস্য মো. মনিরুজ্জামান ও জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক গোকুল রায়, মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি ড. এস এম শফিকুল ইসলাম কানু ও সাধারণ সম্পাদক বাদশাহ আলম, বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, নদী ঘোরাও নদীর পথে এর কেন্দ্রীয় সমন্বয়কারী সবুজ আলী আপন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
উল্লেখ্য যে, ২১ অক্টোবর রবিবার রাতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ও প্রতিনিধিদল লালমনিরহাট সার্কিট হাউসে এসে উপস্থিত হলে নদী বাঁচাও আন্দোলন ও নদী ঘোরাও নদীর পথে এর লালমনিরহাট জেলা কমিটির সদস্যবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এবং উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নদী ঘোরাও নদীর পথে এর কেন্দ্রীয় সমন্বয়কারী সবুজ আলী আপন, সংগঠনটির লালমনিরহাট জেলা কমিটির প্রচার সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারহান আলী প্রমুখ।