
লাল দর্পণ।। লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন কুলাঘাট ইউনিয়নের চর শিবেরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলমের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে সি-লপের টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ করেছেন বিদ্যালয়টির সভাপতি মো: মুকুল মিয়া।
লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরিত মো: মুকুল মিয়া’র অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের জন্য সরকারের বরাদ্দকৃত সি-লপের ৪০ হাজার টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম সভাপতির স্বাক্ষর জাল করে ১২জুন’২০১৮ তারিখে লালমনিরহাট সোনালী ব্যাংক শাখার সঞ্চয়ী হিসাব নম্বর- ৫২১০০৩৪০৪৪১৬৬ থেকে গোপনে উত্তোলন পূর্বক তা আত্মসাৎ করেন। বিদ্যালয়ের সভাপতি বিষয়টি অবগত হলে তাকে না জানিয়ে গোপনে টাকা উত্তোলনের কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক তার সাথে দুর্ব্যবহার করেন এবং তাকে হুমকি প্রদান করেন। সভাপতি মো: মুকুল মিয়া তার অভিযোগে আরো উল্লেখ করেন যে, প্রধান শিক্ষক মো: শাহ আলম বিদ্যালয়ের ৬টি চেয়ার, ৩টি টেবিল, ১টি আলমারী ও ৩০টি বেঞ্চ আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ নিজের বাড়ীতে রেখেছেন।
এ ছাড়াও মিড-ডে মিলের অংশ হিসেবে সরকারী বরাদ্দকৃত টিফিন ক্যারিয়ার দেয়ার কথা বলে প্রধান শিক্ষক মো: শাহ আলম ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ৫০ টাকা হারে নিয়েছেন বলে একাধিক অভিভাবক সুত্রে জানা গেছে।
অভিযোগের সত্যতা সম্পর্কে চর শিবেরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলমের অভিমত জানতে চাইলে তিনি অভিযোগের ব্যাপারে কোন কথা না বলে কাজের অযুহাতে দ্রæত বিদ্যালয় ত্যাগ করে চলে যান। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রমজান আলী সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লাল দর্পণকে জানিয়েছেন।