
লাল দর্পণ ।। ১৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ক্যাব এর লালমনিরহাট জেলা শাখার সভাপতি একেএম শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. কাশেম আলী, সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এসএম নাজের হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। সেমিনারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার আইন সর্ম্পকে আলোচনা করা হয়।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, এ্যাডভোকেট, ব্যবসায়ী সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।