
লাল দর্পণ।। ‘‘টাকা মাত্র দশ হাজার-খুলবে ব্যবসার দ্বার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ জানুয়ারী সোমবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আই.বি.ডাব্লিউ.এফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম।
বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমেদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আই.বি.ডাব্লিউ.এফ’ এর কেন্দ্রীয় সহ সভাপতি ও জামায়াত মনোনীত লালমনিরহাট- ১ আসনের (পাটগ্রাম- হাতীবান্ধা) সংসদ সদস্য প্রাথী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, আই.বি.ডাব্লিউ.এফ এর রংপুর অঞ্চলের সভাপতি আনোয়ারুল ইসলাম, শিল্পপতি আব্দুল হাকিম প্রমূখ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব ইয়ার আলী, লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ শাহআলম।
সম্মেলনে নিয়াজ আহমেদ রেজাকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩২ সদস্য বিশিষ্ট আই.বি.ডাব্লিউ.এফ লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়।