
লাল দর্পণ ।। লালমনিরহাটে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। ১১ আগস্ট শনিবার সকালে রায়হান মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনার শিকার হন।
নিহত রায়হান মিয়া গাইবান্ধার নলডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সুপার স্টার কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোবাইল ফোনে কথা বলতে বলতে লালমনিরহাট আসছিলেন মোটরসাইকেল আরোহী রায়হান। পথে বিপরীত দিক থেকে একটি দুগ্ধবাহী গাড়ি তার সামনে চলে এলে মোবাইল ফোনটি পকেটে রাখতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়দের সহায়তায় তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
এর আগে ৯ আগস্ট বৃহস্পতিবার লালমনিরহাট জেলা শহরের আল নাহিয়ান শিশু পরিবারের সামনে (ক্যান্টিন মোড় এলাকায়) ট্রাকচাপায় রিক্সাচালক সহ ৩জন নিহত হয়েছিলেন।