
লাল দর্পণ।। লালমনিরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২২ যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বির্তক, ভিডিও চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার বিকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্ত¡রে এ উপলক্ষ্যে তথ্য মেলা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
“তথ্যের অধিকার সুশাসনের অধিকার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি“ এ ¯েøাগানকে সামনে রেখে পালিত হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২২। দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠান মেলায় তথ্য প্রদর্শনীর ব্যবস্থা করে। স্টল গুলো থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তথ্য অধিকার সম্পর্কে জানার জন্য লিফলেট বিতরণ করা হয়।
এর আগে সকালে তথ্য মেলার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।