
লাল দর্পণ ।। “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৮ পালিত হয়েছে।
৮ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) হতে একটি র্য্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দীন সরকার, জেলা ব্র্যাক প্রতিনিধি আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক সাইদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন পিটিআই’র সুপারিন্টেনডেন্ট রবীন্দ্রনাথ প্রামানীক।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে সহযোগিতা করেন নজীর, ইএসডিও, ব্র্যাক, আরডিআরএস, মানসিকা, নর্থ বেঙ্গল ডিজেবল, ওভা ও আরশী নগর এনজিও ও সামাজিক সংগঠন।