লালমনিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

স্টাফ রিপোর্টার ।। ২৩ জুন শনি বার লালমনিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস- ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, কৃষি অধিদফতরের উপ-পরিচালক বিদু ভুষণ রায়, সিভিল সার্জন কাশেম আলী, জেলা আনসার ভিডিপি’র উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।

অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দফতর তাদের সার্ভিস কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। এ সময় সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম