
মোছাঃ সোহাগী খাতুন।। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওহাব মন্ডল।
গত ২৬ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে ভোলার চওড়া গ্রামের মৃত আব্দুল শেখের পুত্র আফছার আলীর বসতভিটায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে শোয়ার ঘরে থাকা আসবাবপত্র ও গরুর গোয়ালে থাকা তিনটি গরুর শরীরের বেশির ভাগ জায়গা পুড়ে যায়। সেই সাথে বেশ কয়েকটি হাঁসও পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আফছার আলী সাংবাদিকদের জানান।
আফসার আলী গাছের নিচে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ খবর ওহাব মেম্বার জানতে পেয়ে আর্থিক সহয়তা দিয়ে অসহায় পরিবারটির পাশে দাড়িয়েছেন।
মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওহাব মন্ডল বলেন, আফসার আলীর বসতভিটায় আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অসহায় পরিবারটির পাশে দাড়াতে সরকার ও বিত্তবানদের আহবান জানান তিনি।
উল্লেখ্য, আব্দুল ওহাব মন্ডল মহেন্দ্রনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত মেম্বার। তিনি বলেন, আসছে ২৮ নভেম্বর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের জনগন যদি তাদের মুল্যবান ভোট দিয়ে আবারো তাকে নির্বাচিত করেন তাহলে তিনি এ সেবার ধারা অব্যহত রাখবেন।