
মাসুম মিয়া।। লালমনিরহাটে ১৮২ পিচ অবৈধ কারেন্ট জাল জব্দ সহ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ জুন শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমের নেতৃত্বে একটি অভিযানিক দল বড়বাড়ি বাজারে অভিযান চালিয়ে অবৈধ এ কারেন্ট জাল জব্দ করেন।
জব্দকৃত ১৮২ পিচ কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ (ক) ধারা ভঙ্গ করার কারণে ১ জনকে দুই হাজার টাকা জরিমানা সহ জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়ে ফেলা হয়। এছাড়াও মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ধারা ৪ ভঙ্গ করায় ১ টি দোকানে দশ হাজার টাকা জরিমানা করা হয়।