
স্টাফ রিপোর্টার ।। ২৯ জুন শুক্রবার লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে অনুর্দ্ধ-১২ ক্রিকেট কার্নিভাল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জেলার খুদে ক্রিকেটাররা অংশ গ্রহণ করেন।
সকাল ৯ টায় ৪টি দল নিয়ে ক্রিকেট কার্নিভাল শুরু হয় এবং বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে খুদে ক্রিকেটারদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন, যুগ্ম সম্পাদক আলী হাসান নয়ন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম প্রমুখ।