
সোহেল রানা, স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের ৫ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেভিওয়েট ৫ প্রার্থীকে নৌকার চুড়ান্ত প্রার্থীতা নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড। এদের মধ্যে ৩ জন বর্তমান চেয়ারম্যান, ১ জন সাবেক চেয়ারম্যান ও ১ জন নতুন মুখ।
নৌকার মনোয়ন প্রাপ্তরা হলেন, পাটগ্রাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রুহুল আমিন বাবুল, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সমাজ কল্যাণ মন্ত্রীর ছোট ভাই মাহাবুবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম ও লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী ভোলা।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ পাঁচটি ধাপে সম্পন্ন হওয়ার ঘোষনা দিয়েছেন নির্বাচন কমিশন। এর মধ্যে লালমনিরহাটের ৫টি উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হবে। তাই প্রথম ধাপে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড লালমনিরহাটের ৫টি উপজেলার ৫জনের নাম ঘোষনা করেছেন।
মনোনয়ন বোর্ডের ঘোষনার পরপরই মিষ্টি বিতরন শুরু করেছেন সংশ্রিষ্ট উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি। ১০ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।