
লাল দর্পণ ।। ২৫ জুলাই বুধবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিট্রেট নুর কুতুবুল আলম এর নেতৃত্বে হাতীবান্ধা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তিনি দুই মৎস্য ব্যবসায়ীকে বাজারে নিষিদ্ধ ঘোষিত পিড়ানহা মাছ ও বিদেশি মাগুর বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং উন্মুক্তভাবে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে গরু কেনা-বেচার টোল আদায়ের নির্দিষ্ট কোন তালিকা না থাকায় ইজারাদার আবু হানিফকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম ও সহকারী মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান আহম্মেদ উপস্থিত ছিলেন।