
লাল দর্পণ।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই জোড়াশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনমালী বম্মর্ণের বিরুদ্ধে ওই স্কুলের ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে উঠেছে। এর প্রতিবাদে ২৪ জুলাই মঙ্গলবার বিকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচার দাবী করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রধান শিক্ষক বনমালী বর্ম্মণ ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে বিস্কুট দেয়ার কথা বলে ২৪ জুলাই দুপুরে বিদ্যালয় ভবনের ছাদে নিয়ে যায়। এ সময় তাকে জড়িয়ে ধরে ধর্ষনের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে শিক্ষার্থী ও শিক্ষকরা ছুটে ছাদে গেলে প্রধান শিক্ষক বনমালী বর্ম্মণ পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী বিদ্যালয় মাঠে এসে এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
এ বিষয়ে একাধিকবার যোগযোগ করেও প্রধান শিক্ষক বনমালী বর্ম্মণের কোন বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিতেন্দ্র নাথ অধিকারী এ ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’র সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোরঞ্জন রায় জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখন পর্যন্ত তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।