
লাল দর্পণ।। লালমনিরহাটের হাতীবান্ধায় ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ও গুলিবিদ্ধ হয়েছে।
২১ জুলাই শনিবার ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিউল ইসলাম বগুড়া সদর উপজেলার ধাওয়া ফিকশন সোনারপাড়া এলাকার মোস্তফা মিয়ার পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য মতে, আরো মাদক উদ্ধার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়।
এ সময় মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার দুই পায়ে গুলি করে। মাদক ব্যবসায়ীদের হামলায় রফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। পরে মাদক ব্যবসায়ী রবিউল ও পুলিশ সদস্য রফিকুলকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।