লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ ও গ্রেফতার

স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের হাতীবান্ধায় আব্দুল জলিল নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ ও গ্রেফতার হয়েছে। ৩০ জুন শনিবার ভোরে উপজেলার উত্তর গোতামারী গ্রামের গাওচুলকা শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল জলিল (৩৭) হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র।
একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের গাওচুলকা শ্মশান এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুল জলিলসহ কয়েকজন মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে মাদক পাচার করছিল। গোপন খবরের ভিত্তিতে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘিরে ফেললে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করে পালিয়ে যেতে থাকে। এসময় পুলিশ গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী আব্দুল জলিলের ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ আব্দুল জলিল পালাতে পারেনি। পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। আব্দুল জলিল বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় দু’জন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই সঞ্জয় ও কনস্টেবল সত্যজিৎ রায়। তাদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম