লালমনিরহাটের হাতীবান্ধায় নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ মে রবিবার সকালে উপজেলা মেডিকেল মোড় এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত নবজাতকের কোন পরিচয় সনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাতীবান্ধা মেডিকেলের মেইন ফটকের সামনে কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে যায়। রবিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাতীবান্ধা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম