লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

লাল দর্পণ।। গত ২৬ ডিসেম্বর রবিবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী ৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন।

২৬ ডিসেম্বর দিবাগত রাত ৯টায় হাতীবান্ধা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার নাজমুল ইসলাম বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে আবু হেনা মোস্তফা সোহেল (নৌকা) ৭ হাজার ১শ ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই (আনারস) পেয়েছেন ৪ হাজার ৯শ ৮৫ ভোট। এ ইউনিয়নের ভোটে ব্যতিক্রম হচ্ছে স্বতন্ত্র প্রার্থী শ্যামলী আক্তার বানু (চশমা) পেয়েছেন মাত্র ৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (মোটর সাইকেল) পেয়েছেন ২৬ ভোট।

ফকিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান খোকন (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৪শ ৩১ ভোট। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী নুরুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৩ হাজার ২শ ২২ ভোট।

গড্ডিমারী ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা) ৮ হাজার ৮শ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন পেয়েছেন ১ হাজার ১শ ২৮ ভোট।

পাটিকাপাড়া ইউনিয়নে মজিবুল আলম সাদাত (নৌকা) ৪ হাজার ৭শ ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সফিয়ার রহমান (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৩শ ৩১ ভোট।

টংভাঙ্গা ইউনিয়নে সেলিম হোসেন (নৌকা) ১০ হাজার ৪শ ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সাতা (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৩শ ৩২ ভোট।

ভেলাগুড়ি ইউনিয়নে শফিকুল ইসলাম (নৌকা) ৩ হাজার ৩শ ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর সাত্তার (আনারস) পেয়েছেন ২ হাজার ৬শ ৮০ ভোট। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনছুর হেল্লাল (দুই পাতা) পেয়েছেন মাত্র ৬ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আনছার আলী (রজনীগন্ধা) পেয়েছেন ১৩ ভোট।

সিন্দুর্না ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খতিব উদ্দিন (আনারস) ৫ হাজার ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী তৌহিদ হাসান খান (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৭শ ৯৩ ভোট।

ডাউয়াবাড়ি ইউনিয়নে এ্যাড. মশিউর রহমান (নৌকা) ৬ হাজার ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজ্জাকুল ইসলাম (আনারস) পেয়েছেন ২ হাজার ৫শ ৬২ ভোট।

সিংঙ্গীমারী ইউনিয়নে মনোয়ার হোসেন (নৌকা) ৫ হাজার ৭শ ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এম. জি মোস্তফা (চশমা) পেয়েছেন ৫ হাজার ১শ ৬৮ ভোট।

সানিয়াজান ইউনিয়নে হাশেম তালুকদার (নৌকা) ৪ হাজার ৮শ ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল হোসেন তালুকদার (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৫শ ৫৬ ভোট।

গোতামারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোনাব্বেরুল হক (মোটর সাইকেল) ৬ হাজার ২শ ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী মোজাম্মেল হক (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪শ ৬৫ ভোট।

নওদাবাস ইউনিয়নে ফজলুল হক (নৌকা) ৩ হাজার ৪শ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটমত প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ১শ ৫৮ ভোট।

উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ছিলেন ১ লক্ষ ৮৪ হাজার ৮০৫ জন। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৭৩ জন, সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন ৪৩১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ছিলেন ১৪৯জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১১০টি।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম