
লাল দর্পণ।। “মুজিব বর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি “-এ শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৩ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে হাতীবান্ধা উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নূরল আমিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তি রাণী সরকার, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী জোবায়ের রহমান ও হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।
আলোচনা শেষে দুর্যোগ থেকে বাঁচার উপায় নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়।