
লাল দর্পণ।। লালমনিরহাটের হাতীবান্ধায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। আটককৃতের নাম আজিবর রহমান (২৭)।
২০ মার্চ শনিবার উপজেলার সিংগীমারী এলাকার জসিরের আম বাগান থেকে তাকে আটক করা হয়। ২১ মার্চ রবিবার আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আজিবর রহমান হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।