লালমনিরহাটের হাতীবান্ধায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

লাল দর্পণ ।। লালমনিরহাটের হাতীবান্ধায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি—–রাজিউন)। ১৮ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকায়। তিনি হাতীবান্ধা থানায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।
জানা যায়, ১৭ আগস্ট শুক্রবার সকালে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে মিজানকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
গত বছর কনস্টেবল পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি সহকারী উপ-পরিদর্শক পদে পদায়ন পান। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নাগেশ্বরীর বাসায় থাকায় পুলিশ মেসেই থাকতেন মিজান।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম