
লাল দর্পণ।। ১৬ আগস্ট বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক-সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পোশাক-সামগ্রী বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক (শ্যামল)।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের আইসিটি প্রভাষক আবু সায়েম, বাংলা প্রভাষক করিম সরকার সহ শিক্ষক ও কর্মচারী বৃন্দ।