
স্টাফ রিপোর্টার ।। ২৩ মে বুধবার লালমনিরহাটের হাতীবান্ধায় এলজিইডি’র আওতায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি রাস্তা ও ১টি কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
উপজেলার শাহ্ গরীবুল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম সারডুবী চর গাইড বাইন সরকারি বিদ্যালয় ভবন, দোয়ানী সীমান্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সারডুবি মিয়াবাড়ী কমিউনিটি ক্লিনিক ও বড়খাতা দোলাপাড়া বিওপি ক্যাম্প থেকে দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ হাজার মিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, প্রকৌশলী অজয় কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডা: আতিয়ার রহমান, বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল, যুবলীগ সভাপতি হামিদুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।