
লাল দর্পণ ।। ১২ আগস্ট রবিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থল বন্দরে ভুটান ও বাংলাদেশী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের এপ্রিল মাসে ভুটান সফরকালে ভুটান ট্রাস্ট ফান্ডকে অনুদান হিসেবে এক বছর বাংলাদেশী ওষুধ বিনামূল্যে দেয়ার প্রতিশ্রুতি দেন। সে প্রতিশ্রুতির বাস্তবায়ন ও ওষুধ প্রেরণের লক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরের উপ-পরিচালকের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভুটান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের মাঝে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঔষুধ প্রশাসন) উপসচিব আব্দুল ওহাব খান এবং ভুটান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক সোনম দাওয়া উভয় পক্ষের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি মোতাবেক বাংলাদেশি ওষুধ চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভুটানে পাঠানো হবে।