লালমনিরহাটের বিষু ও তার সেলফ ইমপ্লয়ার্স কমিউনিটি

স্টাফ রিপোর্টার ।। ‘অন-লাইনে আয় করি, নিজের ভাগ্য নিজেই গড়ি’ শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের বিষু প্রতিষ্ঠিত ‘সেলফ ইমপ্লয়ার্স কমিউনিটি’ হতে পারে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর রোল মডেল।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি এলাকার মো: রজব আলী ও মোছা: আরজিনা বেগমের সন্তান মো: শাহজাহান আলী (বিষু)। জন্ম ১৯৯৮ সালের ২৫ জুলাই। পড়াশুনার পাশাপাশি নিজের ও অন্যের আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি উদ্দেশ্যে ২০১৭ সালে তিনি নিজ এলাকা দুড়াকুটিতেই প্রতিষ্ঠা করেন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়ক প্রতিষ্ঠান ‘সেলফ ইমপ্লয়ার্স কমিউনিটি’।


অল্প সময়ের মধ্যে বেকার অনেক যুবক-যুবতী তার এ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন ও অন-লাইনে আয়ের কলা-কৌশল শিখে স্বনির্ভর হয়েছেন। ক্রমশ: এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ায় বিভিন্ন জেলা থেকে এখন শিক্ষার্থী আসছেন প্রশিক্ষণ গ্রহণের জন্য। ইতোমধ্যে ১৫০ জন শিক্ষার্থী গ্রাফিক্স ডিজাইনার হয়ে অন-লাইনে আয় শুরু করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। বাংলাদেশের প্রতিটি জেলায় তার এ প্রতিষ্ঠানের শাখা খোলার পরিকল্পনা নিয়ে নিবেদিতভাবে কাজ করে চলেছেন বিষু।


প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে লালমনিরহাটের বিষু প্রতিষ্ঠিত ‘সেলফ ইমপ্লয়ার্স কমিউনিটি’ হতে স্বনির্ভরতার রোল মডেল, সৃষ্টি হতে পারে অসংখ্য বেকার যুবক-যুবতীর আত্মকর্মসংস্থানের পথ।

print

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য নিউজ সমূহের শিরোনাম