
স্টাফ রিপোর্টার ।। রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণে লালমনিরহাটের পাটগ্রামে ২৯ মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলমের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেয়া ও ওজনে কম দেয়ায় পাটগ্রাম বাজারের মাংস ব্যবসায়ী কসাই আব্দুল গনিকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ব্যবসায়ী লাইসেন্স না থাকায় কাঁচামাল আড়ৎ মালিক হায়দার আলীকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে কাঁচামাল আড়ৎ মালিক রেজাউল হককে ৫ হাজার টাকা, মুদি দোকানদার মোজাম্মেল হক ও আবু ইউসুফকে ২ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূর কুতুবুল আলম। এসময় পাটগ্রাম পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর রফিকুল আলম প্রামাণিক, পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিনুর রহমান আজিম ও অন্যান্য ব্যবসায়ী নের্তৃবৃন্দ নিয়ে বাজারস্থ মাছ, চালসহ বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক ওজন পরীক্ষা করা হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯- এর ৪৬, ৪৫ ও ৩৯ ধারা লংঘন করে ক্রেতাদের ঠকানোয় অর্থদন্ড করা হয়েছে এবং পুরো রমজান মাস ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম জানান।